আনিসুর রহমান, স্পোর্টস ডেস্কঃ
গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল আগেই বেলজিয়ামের কাছে হেরে ইউরোপের বিশ্বকাপ তথা ইউরো ২০২০-২১ থেকে বিদায় নিয়েছে। কিন্তু রোনাল্ডোর জন্য এখনও পুরোপুরি শেষ হয়নি সম্ভবত তার জীবনের শেষ ইউরোকাপের সফর। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখনও অনেকটাই এগিয়ে।
ডেনমার্কের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই চেক প্রজাতন্ত্র ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচেও স্বপ্নের ফর্মে ছিলেন চেক ফরোয়ার্ড প্যাট্রিক শিক (Patrik Schick)। ড্যানিশদের বিরুদ্ধে বায়ের লেভারকুসেনের বছর পঁচিশের ফরোয়ার্ডের পা থেকে গোল আসে।
এই গোলের সঙ্গেই প্যাট্রিক শিক চলতি ইউরো কাপে পর্তুগিজ গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে এক আসনে চলে আসেন। রোনাল্ডো এবং শিক, দু’জনেই করেছেন ৫টি করে গোল, তবুও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রোনাল্ডো। কারন রোনাল্ডো ৫টি গোল করার সঙ্গে সঙ্গে একটি গোল করিয়েছেন। এই মাপকাঠিতেই ইউরোর সোনার জুতো (Golden Boot) জেতার দৌড়ে এগিয়ে আছে রোনাল্ডো।
Sterling & Dolberg in contention 👀
Who will claim the 🏆❓@Alipay | #EUROTopScorer | #EURO2020— UEFA EURO 2020 (@EURO2020) July 4, 2021
আরও পড়ুনঃ ক্যামেরন নোরিকে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় রজার ফেডেরার
তবে রোনাল্ডোই যে এই সম্মান পেতে চলেছেন তা এখনই কিন্তু নিশ্চিত না। অপেক্ষা করতে হবে ডেনমার্ক ও ইংল্যান্ড ম্যাচগুলোর জন্য। দুই দলই উঠে গিয়েছে সেমিফাইনালে। ডেনমার্কের ক্যাসপার ডোলবার্গ (Kasper Dolberg) ও ইংল্যান্ডের রহিম স্টারলিংয়ের (Raheem Sterling) ঝুলিতে রয়েছে ৩টি করে গোল। ফলে তাঁদের কাছেও রয়েছে রোনাল্ডো-শিককে টপকে যাওয়ার সুযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584