অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কে সেরা লিওলেন মেসি না ক্রিস্টিয়ানো রোনাল্ডো! এই নিয়ে তর্ক ছিল আছে এবং থাকবে! তবে ২০০১ থেকে ২০২০ বিগত ২০ বছরের সেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের এই সম্মান জিতলেন পুরস্কার জিতলেন তিনি।
পিছনে ফেললেন চির-প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, মহম্মদ সালাহ, রোনাল্ডিনহোর মতো তারকাদের। এছাড়া সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি’র পেপ গোয়ার্দিওয়ালা। সেরা দল আবার নির্বাচিত হয়েছেন রোনাল্ডোরই প্রাক্তন দল রিয়াল মাদ্রিদ ।
আরও পড়ুনঃ জয়দ্বীপের সঙ্গে বৈঠক করবেন ক্রীড়ামন্ত্রী
দুবাই স্পোর্টস কাউন্সিলের এই গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি। মনে করা হচ্ছে গত ২০ বছরে তাকে সেরার সেরায় টক্কর দেন সি আর সেভেন তার জন্যই এই অনুষ্ঠান এড়িয়ে গেলেন এল এম টেন।
আরও পড়ুনঃ দশকের সেরা দলের তিন ফরম্যাটেই আছেন বিরাট
এই বছরের সেরা ফুটবলার হলেন জার্মানির লেওয়ানডস্কি। ছেলে এবং বান্ধবী কে নিয়ে অনুষ্ঠানে এসে রোনাল্ডো বলেন, “অনেক রেকর্ড গড়েছি অনেক পুরস্কারও পেয়েছি। তার জন্য যাদের সঙ্গে দীর্ঘ সময় এক দলে খেলেছি তাঁদের সবাইকে ধন্যবাদ তারা পাশে না থাকলে কিছুই সম্ভব হত না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584