১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন সিআর সেভেনের

0
83

স্পোর্টস ডেস্ক, কাবির হোসেন:

ঘরের ছেলের প্রত্যাবর্তন! ১২ বছর পর ঘরে ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে ক্রিস্টিয়ানো রোলান্ডো ।শুক্রবার ভারতীয় সময় রাত্রি নটা নাগাদ ম্যানচেস্টার ইউনাইটেড ফিরে আসা নিশ্চিত করেন সিআর সেভেনের এজেন্ট ।কিছু দিন ধরে জুভেন্টাস ছাড়া গুঞ্জন  ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি সিআর সেভেনের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত পুরানো দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথা ব্রিটিশ মাধ্যমে সংবাদমাধ্যমে জানা যায় এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল টুইটার হান্ডেল এই কথার সত্যতা স্বীকার করা হয়।

 

জুভেন্টাসকে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি’র  (২১.৪ মিলিয়ন পাউন্ড, ভারতীয় টাকায় আনুমানিক ২১৭ কোটি টাকা) বিনিময়ে ম্যানচেস্টারে যোগদান করেন।শুক্রবার রোলান্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে গিয়ে মেডিক্যাল করেন। তার পরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।২০০৩ থেকে ২০০৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন তত্ত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচ খেলেন, যার মধ্যে ১১৮ টি গোল করেন ।২০০৯সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন। উল্লেখ্য রিয়ালে স্বপ্নের উত্থান শুরু হয় সিআর সেভেনের। ক্লাব কেরিয়ারে সর্বোচ্চ গোল ৪৫০টি করেন ।তিনি ক্লাব ও দেশকে ইউরোপের সেরা জায়গায় পৌঁছে দেন ।রিয়াল ছেড়ে তিনি যোগ দেন জুভেন্টাসে এবং সেখান থেকে আবার এখন পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রত্যাবর্তণ করেন ।পার্থক্য শুধু রিজার্ভ বেঞ্চে কোচ স্যার আলেক্স ফার্গুসন কে পাবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here