রায়গঞ্জ হাসপাতালে ছাদ চুঁইয়ে জল পরে ভাসল রোগীদের শয্যা

0
110

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

raiganj hospital 4
ফলস সিলিং বেয়ে পড়ছে জল। নিজস্ব চিত্র

ছাদের জল চুঁইয়ে জলে ভাসল রোগীদের শয্যা।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল তথা রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের ছতলায় মহিলা শল্য বিভাগে।দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

raiganj hospital 2
কাকলি চক্রবর্তী ( রোগীনী)। নিজস্ব চিত্র

দু-বছরই পূর্ণ হয়নি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা বিল্ডিংয়ের।এরই মধ্যে বেশ কয়েকবার ভেঙে পরেছে ছাদের চাঙর, ফলস সিলিং।মাঝে মধ্যেই খারাপ পাইপলাইনের কারনে জলে ভাসতে থাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড।

raiganj hospital
নিজস্ব চিত্র

আজ হাসপাতালের ছতলায় মহিলা শল্য বিভাগে ছাদ চুঁইয়ে পরছে জল।জলে ভেসে যাচ্ছে রোগীদের শয্যা।তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরিয়ে আপাতত পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের।

raiganj hospital 3
নিজস্ব চিত্র

হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন রোগীনী কাকলি চক্রবর্তী জানিয়েছেন,বেডে শুয়েছিলেন তিনি,আচমকাই ছাদের সিলিং থেকে ঝর ঝর করে জল পড়তে শুরু করে।অনেক রোগীই ছাদ থেকে পড়া জলে ভিজে যান।তবে সঙ্গে সঙ্গে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাদের অন্য শয্যায় সরিয়ে নিয়ে যায়। রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ,মাত্র দুবছর আগে তৈরি হওয়া রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা বিল্ডিংয়ের বেহাল অবস্থা।

raiganj hospital 5
আফসানা খাতুন ( রোগীনী)। নিজস্ব চিত্র

যখন তখন যেখানে সেখানে ভেঙে পরছে হাসপাতালের বিভিন্ন অংশ।আতঙ্কের মধ্যে রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ রোগীর আত্মীয় পরিজনেরা।

আরও পড়ুনঃ মেদিনীপুরে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন, গ্রেফতার যুব কগ্রেস কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here