রঙ বাহারি পদ্মফুলে ছাদবাগান যেন রামধনুর দেশ

0
91

শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ

পদ্ম পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক l গ্রাম বাংলার প্রাকৃতিক জলাধারে দেখা মেলে পদ্মের lবর্ষার মরসুমে ফুল ফোটা শুরু হয়ে ইহার ব্যাপ্তি থাকে হেমন্তকাল অবধি l এই পদ্মের বাহারিরূপ জায়গা করে নিয়েছে কবির কলমে l পাশাপাশি রোগ নিরাময়ে ইহার জুড়ি মেলা ভার l এইরূপ পদ্মের সমাহার দেখা মিললো মুর্শিদাবাদের আমতলা নিবাসী অর্ণব বিশ্বাস বাড়ির ছাদে l ছাদে পদ্মের রঙের মেলা দেখে অনেকের বাড়ির ছাদটিকে জলাশয় বলে ভ্রম হতে পারে l কিন্তু সেখানে দীর্ঘদিনের চেষ্টায় একটুকরো ছাদে অর্ণব বাবু ফুটিয়ে তুলেছেন ২২ রকম পদ্মকে l

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ডাক্তার দিবস উপলক্ষে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারদের সম্বর্ধনা

সেখানে দেখা মিলবে রেড সিল্ক, ড্রপ ব্লাড, সুপার লোটাস, গ্রীন আপেল –এর মতো অজানা অনেক পদ্মের lতার বাড়ির ছাদটি বাহারি রঙের সমাহারে হয়ে উঠেছে রামধুনর দেশ l শুধু ফুলপ্রেমী মানুষ নয় তার পদ্মের টানে ছুটে আসে হারিয়ে যাওয়া পাখির দল lজানা গেলো কয়েকবছর আগে এক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত পদ্মের বাগান তাঁকে এই চাষে অনুপ্রেরণা জুগিয়েছে l অর্ণব বাবু জানালেন তিনি পদ্মের প্রজাতি গুলি আনিয়াছেন কেরালা থেকে lবর্তমানে কিছুটা  ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গি থাকলেও মূলত সবুজায়নের বার্তা নিয়ে তিনি এগিয়ে নিয়ে চলেছেন পদ্মের চাষ l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here