নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তাঁর নিজের সংসারে ফিরিয়ে আনতে চান রোশন। গত বছর থেকেই এঁদের দুজনের সম্পর্কের ফাটলের খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিনেত্রীকে কটাক্ষ করতেও বাকি রাখেনি নেট নাগরিকবৃন্দ। তাঁর একাধিক বিয়ে নিয়ে হরেক রকমের আপত্তিকর মন্তব্যও ছুঁড়েছে অনেকে। এবার ছবিটা পাল্টাতে বসেছে। স্ত্রীর সঙ্গে ফের সংসার করতে চাইছেন রোশন।
সূত্রের খবর অনুযায়ী, রোশন সিংহ হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ নামক আইনি সংস্থানের মাধ্যমে সোমবার আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন। কারণ তিনি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান। আর তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে ‘এই পথ যদি না শেষ হয়’-এর শুট ফ্রম হোম
সূত্র বলছে, জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে অভিনেত্রী শ্রাবন্তীকে তলব করেছে আদালত।নিন্দুকের মুখে ঝামা ঘষে অভিনেত্রী ফের সংসার সাগরে ডুব দেবেন নাকি বিচ্ছেদের সুরকেই প্রশ্রয় দেবেন সেটা তিনিই জানেন। জনতাকে জানান দেবে সময়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584