‘ফেলনা’র সময় বদলের ভুয়ো খবরে বিরক্ত রোশনি ভট্টাচার্য

0
835

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নেটমাধ্যমে গুজব ছড়িয়েছে যে ধারাবাহিক ‘ফেলনা’র সময় পালটে যাচ্ছে। শুক্রবার সেই পোস্ট দেখে এক প্রকার নড়েচড়ে বসেছে ‘ফেলনা’ ধারাবাহিকের অনুরাগীরা। স্টার জলসা চ্যানেলের এক ধারাবাহিকের ফ্যান গ্রুপ থেকে বার্তা দেওয়া হয়েছে, ‘ফেলনা’ সম্প্রচারের সময় নাকি বদলে যাচ্ছে। ২৫ জুলাই থেকে রাত সাড়ে আটটার বদলে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে দুপুর ২ টোয়। খবর ছড়াতেই কমেন্ট বক্সে তোলপাড় চলছে নেটিজেন গোষ্ঠীর।

Roshni Tanwi Bhattacharya
রোশনি ভট্টাচার্য, ছবি সৌজন্যে: ফেসবুক

সবার একটাই প্রশ্ন, কেন এই সময় বদলের সিদ্ধান্ত? গুঞ্জন চোখ এড়ায়নি ধারাবাহিকের বেণির মা শ্রুতি অর্থাৎ রোশনি ভট্টাচার্যর। তন্বী শনিবার শুট শুরুর আগে নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে লাইভ-এ আসেন।

তিনি অনুরাগীদের উদ্দেশে বলেন- “খবরটি সম্পূর্ণ ভুয়ো। ‘ফেলনা’-র সম্প্রচার সময়ের পরিবর্তন হচ্ছে না।”
তাঁর দাবি, গতকাল ফেসবুকে যা প্রচার হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের ভুয়ো খবর যাতে কোনও ভাবেই প্রচার না হয়, অনুরোধ অভিনেত্রীর। দর্শক যেন এই ভুয়ো খবর বিশ্বাস না করেন, সেই অনুরোধও করেছেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য।

Falna serial
ছবি সৌজন্যে: ফেসবুক

আরও পড়ুনঃ শ্রীজাতর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

রোশনির মতে, কোনও সিরিয়ালের ফ্যান পেজ খোলা হয় সিরিয়ালটিকে সাপোর্ট করার জন্য। বিভ্রান্তিমূলক গুজব ছড়ানোর জন্য নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here