‘রোটেশন’এ শাপমুক্তি দুর্গাপুরে

0
44

সুদীপ পাল,বর্ধমানঃ

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার কথা। কিন্তু যান নিয়ন্ত্রণে ‘রোটেশন’ পদ্ধতি মেনে চলায় যতটা দুর্ভোগ হবে বলে মনে করেছিলেন, তা হয়নি।

Rotation process at durgapur | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

উল্লেখ্য, দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কারের কারণে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সে জন্য বাঁকুড়া ও দুর্গাপুর, দু’দিকেই যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। বাঁকুড়ার বড়জোড়া থানা ও দুর্গাপুরের কোকআভেন থানা এই যান নিয়ন্ত্রণ করছে। তিনটি ভাগে যান নিয়ন্ত্রণ চলছে। প্রথমে ব্যারাজে ওঠার ২০০ মিটার দূরে তারপর ব্যারাজের ১০-১৫ মিটার দূরে এরপর যে গেটের সামনে কাজ চলছে সেখানে। যান নিয়ন্ত্রণে ‘রোটেশন’ পদ্ধতি মেনে চলা হচ্ছে। কি এই ‘রোটেশন’ পদ্ধতি? বাঁকুড়া ও দুর্গাপুর, দু’দিকেই যেহেতু যান নিয়ন্ত্রণ করা হচ্ছে তাই দশ মিনিট বাঁকুড়ার দিক থেকে যানবাহন আসছে। পরে সে দিকের গাড়ি আটকে পরের ১০ মিনিট দুর্গাপুরের দিক থেকে যানবাহন যাচ্ছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের পুলিশ সুপারকে ‘হুমকি’ সায়ন্তনের

কড়া হাতে নিয়ন্ত্রণের ফলে যানজট বিশেষ নয় একথা মেনে নিচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। যানজট যাতে না হয় সেজন্য ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলে জানান বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here