মনিরুল হক,কোচবিহারঃ
আগামী বৃহস্পতিবার প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। ভোটের এক সপ্তাহ আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করল কোচবিহারের ঘুঘুমারিতে। এদিন বেলা গড়াতেই কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিডিও অফিস সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।জওয়ানরা এদিন ধলুয়াবাড়ির বিডিও অফিসের সামনে থাকা মেইন রোড ধরে রুট মার্চ করে এগিয়ে যেতে থাকে।
লোকসভা নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসলেও কোচবিহারে এখনও প্রয়োজন মত কেন্দ্রীয় বাহিনী না আসায় গত কয়েকদিন ধরে কোচবিহারের বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
এদিন ঘুঘুমারিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের ফলে বিরোধী দলগুলি ও স্থানীয় মানুষজন কিছুটা হলেও সন্তুষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।নির্বাচনের আগে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারের এসে পৌঁছবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ এলাকায় পুলিশ সহ রুটমার্চে ব্লক নির্বাচন আধিকারিক
আগামী ১১ এপ্রিল প্রথম দফায় কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই বিরোধী দলগুলির পক্ষ থেকে ভোট গ্রহণ কেন্দ্রে ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হয়। এদিকে কোচবিহারে ভোটের আর এক সপ্তাহ বাকি।কিন্তু এখনও তেমন ভাবে কেন্দ্রীয় বাহিনী চোখে পড়ছে না বলে বিরোধীরা অভিযোগ তুলছে। এরপর এদিন কোচবিহারের ঘুঘুমারিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেল।জানা গিয়েছে,আগামী কয়েকদিনের মধ্যে কোচবিহারে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584