শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরে সচিবের বেশ কিছু রদবদল হল। ধাপে ধাপে আরও অনেক প্রশাসনিক আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হবে। শুক্রবার নবান্ন থেকে প্রথম ধাপে কয়েকজন আমলার বদলির নির্দেশিকা জারি হয়েছে।
অনিল ভার্মা ছিলেন শিক্ষা দফতরের সচিব। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে এসিএস বা এসিস্টেন্স চিফ সেক্রেটারি করা হল। অপ্রচলিত শক্তি দফতরের সচিব ছিলেন রাজীব কুমার। তিনি এবার শিক্ষা দফতরের দায়িত্ব সামলাবেন। বরুণকুমার রায়কে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের থেকে পাঠানো হল যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব পদে।
আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর স্তরের সব পরীক্ষা বাতিল
ছোটেন ধেন্দুপ লামা পঞ্চায়েত দফতরের সচিব পদে ছিলেন। তাঁকে অপ্রচলিত শক্তি দপ্তরের সচিব পদে নিয়ে আসা হল। সুমন্ত চৌধুরি ছিলেন এটিআইয়ের ডিজি। এর সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল ‘বিশ্ব বাংলা’র দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের ওএসডি’র। তেজস্বী রানা ছিলেন পারসোনাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম – পি এন্ড এআর বা ‘পার’ দফতরের ওএসডি। তাঁকে ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু, পুনর্বাসন দফতরের ওএসডি পদে নিয়ে আসা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584