পুরানো দিনের শিক্ষা ‘নামতা’ ফিরিয়ে আনলো গড়বেতার রেউদি প্রাথমিক বিদ্যালয়

0
84

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা মহামারীতে বিদ্যালয়ের পঠন – পাঠন দীর্ঘদিন বন্ধ। বন্ধ শিক্ষার্থীদের বিদ্যালয় আসা, এরই মধ্যে চলছে মাসে মাসে মিড ডে মিলের খাদ্যসামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেওয়ার কাজ। চলতি মাসে চাল,আলু, ছোলা,সাবান দেওয়ার পাশাপাশি অভিভাবকদের হাতে হাতে তুলে দেওয়া হল একটি করে চারাগাছ।

teacher | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে পুরােনো দিনের ‘নামতা’ শেখা, ব্যবহারিক জীবনে যা সমানতালে প্রত্যেক মানুষের জীবনে সমান প্রাসঙ্গিক। তাই অভিভাবকদের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের নামতা শেখার উপর জোর দিলেন গড়বেতা -১ নং ব্লকের আমলাগোড়া চক্রের রেউদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায়। প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, “একদিকে করোনা মহামারীতে সকলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি।

teachers | newsfront.co
নিজস্ব চিত্র

শিক্ষার্থীরা দীর্ঘদিন স্কুলে আসতে না পেরে মানসিকভাবে পিছিয়ে পড়ছে দিনদিন। বিদ্যালয় চালু থাকতে প্রতি শনিবার পাঠ্যসূচিতে না থাকলেও নামতা শেখানোর জন্য একটি পিরিয়ড বরাদ্দ ছিল ওদের জন্য,যাতে করে ব্যবহারিক জীবনে, সেই সঙ্গে গণিত বিষয়ে দক্ষতা বাড়াতে এই নামতা শেখার উপর জোর দিতাম।

আরও পড়ুনঃ ফালাকাটায় ‘বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা

guardian | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু বহুদিন স্কুল বন্ধ থাকায় যতটা শিখেছিল ছাত্র ছাত্রীরা তা বাড়িতে ভুলে যাতে না যায়,সেই কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ১ থেকে ১২ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীর জন্য ২০ ঘর পর্যন্ত নামতা ঝালায় করতেই অভিভাবকদের মাধ্যমে মেসেজ পাঠালাম প্রিয় শিক্ষার্থীদের কাছে।

আরও পড়ুনঃ স্বাস্থ্য কমিশনে বেসরকারি হাসপাতালের বিল মুকুবের বেআইনি আবদার রোগীর পরিবারের

school teacher | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে একঘেয়েমী কাটাতে ১ টি করে গাছের চারা বাড়িতে ওদের লাগাতে দিলাম, যত্ন নিয়ে বড়ো করতে এই সময় কালে। একদিকে ওরা মনেও আনন্দ পাবে সেই সঙ্গে পরিবেশে সবুজের সমারোহও বাড়বে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here