স্মিথদের ঝড়ে উড়ে গেলো ধোনির চেন্নাই এক্সপ্রেস

0
75

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

হল না ফেভারিট হয়েও আন্ডার ডগ রাজস্থান রয়্যালসের কাছে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। বলা ভালো স্টিভ স্মিথদের ব্যাটিং তান্ডবে থামলো ধোনির চেন্নাই এক্সপ্রেস। টস জিতে বোলিং নেন ধোনি। ব্যাট করতে নেমেরাজস্থানওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে যাওয়ার পরে রানের গতি বাড়ানোর কাজ করেন স্মিথ ও সঞ্জু।

Rajasthan Royals | newsfront.co

মাত্র ১৯ বলে পঞ্চাশ রান করেন স্যামসন। শেষে ৩২ বলে ৭৪ রানে তিনি ফেরেন এনগিডির বলে। নটি ছক্কা মারেন তিনি। সঞ্জু ফেরার পরে রাজস্থানের ইনিংস টানার কাজ করেন স্মিথ। ৪৭ বলে ৬৯ রান করেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে যাওয়ার পরে রানের গতি বাড়ানোর কাজ করেন স্মিথ ও সঞ্জু।

Samson Smith | newsfront.co

মাত্র ১৯ বলে পঞ্চাশ রান করেন স্যামসন। শেষে ৩২ বলে ৭৪ রানে তিনি ফেরেন এনগিডির বলে। নটি ছক্কা মারেন তিনি। সঞ্জু ফেরার পরে রাজস্থানের ইনিংস টানার কাজ করেন স্মিথ। ৪৭ বলে ৬৯ রান করেন।

আরও পড়ুনঃ প্রত্যেকটা টুর্নামেন্ট নতুন লড়াই ইতিহাস নিয়ে ভাবি না- আত্মবিশ্বাসী ডি কে

শেষ ওভারে এনগিডি৩০ রান দেন, সেখানেই ম্যাচ অনেকটাই ঘুরে যায়। চারটি ছক্কা মারেন জোফ্রা আর্চার। ওয়াটসন ও বিজয় বলার মত কিছু করতে পারলো না রায়নার অভাব দেখা দিল করোনা জয় করে এসে প্রথম বলেই স্টেপ-আউট করে মারতে গিয়ে স্টাম্প-আউট হন ঋতুরাজ। ৩৭ বলে ৭২ রান করেন।

অন্য দিকে ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনেন অনেক নীচে। শেষ ওভারে ধোনি তিনটি ছক্কা মারেন। ১৭ বলে ২৯ রান করেন তিনি, তখন অবশ্য কিছু করার ছিল না। ১৬ রানে ম্যাচ হারতে হল সিএসকে কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here