শ্যামল রায়, নদীয়াঃ
করোনা পরিস্থিতিতে এবার অসংগঠিত শ্রমজীবি মানুষদের হয়ে আন্দোলনে নামলেন আর এস পির কর্মীরা। শ্রমিকদের কাজের সুরক্ষার দাবিতে রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন তারা। লকডাউনে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন যাপন করছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এই পরিস্থিতি কবে কাটবে, এর কোনো উত্তর নেই কারো কাছে।

তাই সাধারণ মানুষের পাশে সরকারের দাঁড়ানোর আহ্বান জানিয়ে বামপন্থী সংগঠন আরএসপি ডেপুটেশন দিল রানাঘাট মহকুমা শাসকের কাছে। বুধবার শতাধিক কর্মী সমর্থক বিক্ষোভ দেখান। সামাজিক দূরত্ব বজায় রেখে শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন নেতারা।
আরএসপি সংগঠনের নেতাদের দাবি, করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ নুন আনতে পান্তা ফোরায়ের মত দিনযাপন করছেন। এদের পাশে সরকারকে দাঁড়ানো উচিত। না হলে আগামী দিন অবসাদগ্রস্ত হয়ে মৃত্যু মুখে পতিত হবেন অনেকে।
আরও পড়ুনঃ পাকিস্তান নয় চিন-ই বড় বিপদ বলেছে সমীক্ষা রিপোর্ট
তারা মহকুমা শাসকের কাছে দাবি করেছেন, এই আবহাওয়ার মধ্যে যাতে শ্রমজীবী মানুষ দুটি ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য রেশনের মাধ্যমে ৩৫ কেজি চাল সরবরাহ করতে হবে। এই সব শ্রমজীবী মানুষদের মাসিক ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় মহকুমা শাসক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584