উত্তরপ্রদেশে ভোটের আবহে পরিবর্তন সংঘে, বিজেপির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে অরুণ কুমার

0
49

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রীয় শাসকদলের এখন শিয়রে সমন, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তারপরেই রয়েছে ২০২৪ এর মহারণ। কাজেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি, আর বিজেপির সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করার দায়িত্ব আরএসএস তুলে দিতে চলেছে অরুণ কুমারের হাতে। গত পাঁচদিন মধ্যপ্রদেশের চিত্রকূটে চলা আরএসএস-এর বৈঠকে এই ঘোষণা করা হয়। এর আগে এই পদে ছিলেন কৃষ্ণ গোপাল, তিনি অসুস্থ হওয়ায় এই সিদ্ধান্ত আরএসএস-এর।

Arun Kumar RSS
অরুণ কুমার। সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ে দলবদলুদের আপ্যায়ন করে দলে নেওয়াটাই হয়ত হারের কারণ এমনটাই মনে করে পদ্ম শিবির, একই মত আরএসএস-এরও। তাই এবার পশ্চিমবঙ্গে দলের নেতৃত্ব সঙ্ঘ ঘনিষ্ঠদের হাতেই থাকা উচিত এমনটাই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে এবিষয়ে জানিয়েও দিয়েছে আরএসএস।

আরও পড়ুনঃ গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ আলাদা, ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রাচীর

আরএসএস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারক হিসাবে থাকতে পারেন প্রশান্ত ভট্ট। আগে বাংলা ও ওড়িশার ক্ষেত্র প্রচারক ছিলেন প্রদীপ জোশী। তাঁর পরিবর্তে ক্ষেত্র প্রচারক হিসাবে কলকাতা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হতে পারে জলধর মাহাতোকে।

আরও পড়ুনঃ আইএএস আধিকারিকের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ যোগী রাজ্যে, ভিডিও ভাইরাল নেটমাধ্যমে

বাংলার বিধানসভা ভোটের ফল পর্যালোচনার পরে আরএসএস জানিয়েছে, ওই সময় বিজেপির কাজে আরএসএস-এর কোনও নিয়ন্ত্রণ ছিল না। দলবদলুদের সাংগঠনিক পদ দেওয়ার পাশাপাশি ১৪৮টি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। তাদের মধ্যে মাত্র কয়েকজন জিতেছেন। ফলে ক্ষুব্ধ হয়েছেন পুরনো বিজেপি কর্মীরা, সরেও গিয়েছেন অনেকে। তাই এই পরিস্থিতিতে আরএসএস-এর পূর্বাঞ্চলীয় ক্ষেত্র প্রচারক বদল যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here