নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
উন্নতমানের আরটিপিসিআর মেশিন এল মেদিনীপুর মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে। এর ফলে রোগীদের খুব কম সময়ে উন্নতমানের প্রযুক্তির সাথে পরীক্ষা করা যাবে বলে মঙ্গলবার জানালেন কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু।
তিনি বলেন, এই মেশিনের মাধ্যমে করোনা ভাইরাসের পরীক্ষার সংখ্যা বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলার করোনা পরীক্ষা করা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু বলেন করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষার জন্য কলেজের করোনা পরীক্ষার ল্যাবে একটি মাত্র মেশিন ছিল।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগাতে উদ্যোগী জেলা প্রশাসন
সোমবার রাতে আরও একটি উন্নত প্রযুক্তির মেশিন আনা হয়েছে। এর ফলে আরও বেশি করে করোনা সংক্রমণের পরীক্ষা করা সম্ভব হবে। যার ফলে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন এবং উন্নত মানের মেশিনে দ্রুত করোনার পরীক্ষা করার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584