ভাবী দম্পতির লক্ষ্মীবন্দনা

0
3487

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

খুব শীঘ্রই আইনি বিয়ে সারতে চলেছেন অভিনেতা রুদ্রজিত মুখার্জি এবং প্রমিতা চক্রবর্তী। গত দশ বছর ধরে কলকাতায় থাকছেন রুদ্রজিত। এরপর ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের সময় থেকে দুজনের মন দেয়ানেয়া শুরু। এখন তাঁদের প্রেমের কথা জানে না এমন মানুষ পাওয়া কঠিন।

আরও পড়ুনঃ অন্যরকম পুজো

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে রুদ্রর ফ্ল্যাট। সেখানেই সংসার পাতবেন দুজনে। সেখানেই এবার নিয়ম নিষ্ঠা মেনে লক্ষীপুজো করলেন রুদ্র-প্রমিতা। বেলগাছিয়ার বাড়িতে বসে হোয়াটস অ্যাপে ফলফলাদি এবং পুজোর উপকরণের অন্যান্য ফর্দ পাঠিয়েছিলেন প্রমিতা৷ সেই মতোই বাজার থেকে কেনাকাটা সেরেছিলেন প্রমিতার হবু কর্তা। পুজোর দিন সকাল সকাল রুদ্রর ফ্ল্যাটে হাজির হন প্রমিতা। ষোলোয়ানা বাঙালি সাজে সেজেছিলেন রুমিতা (ফ্যানকূলের দেওয়া নাম)৷

আরও পড়ুনঃ বন্ধুত্বের হাত বাড়িয়ে ‘পাই সুজন’

আগামী বছরেই দুজনের সংসার পাতার পরিকল্পনা। তার আগেই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হলেন গৃহের ভাবী লক্ষ্মী প্রমিতা। আর এতে বেশ খুশি রুদ্র। তাঁর নিজের ফ্ল্যাটে এটাই প্রথম কোজাগরী লক্ষ্মীপুজো৷ কিন্তু কেন এতদিন নিজের ফ্ল্যাটে মা লক্ষ্মীর আরাধনা করেননি তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান- “এতদিন লক্ষ্মী খুঁজে পাইনি নিজের জন্য৷ তাই করিনি। এখন পেয়েছি। তাই করলাম৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here