ফিরছেন রুদ্রজিৎ

0
2552

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘বিজয়িনী’র পর লম্বা ব্রেক নিয়ে ফিরছেন রুদ্রজিৎ মুখার্জি। কোন চরিত্রে এবার পাওয়া যাবে তাঁকে? এবার তাঁকে দর্শক দেখবেন তুর্ণ’র চরিত্রে। জি বাংলায় ৫ অক্টোবর থেকে আসছে ধারাবাহিক ‘জীবন সাথী’। সেখানেই মুখ্য পুরুষ চরিত্রে ধরা দেবেন রুদ্র। তাঁর বিপরীতে দেখা যাবে শ্রাবণী ভুইয়াঁকে।

Jibon Saathi | newsfront.co
‘জীবন সাথী’ ধারাবাহিকে রুদ্রজিৎ

এবার গল্পটা একটু বলি। আই পি এস অফিসার সংকল্পের বিয়ে হওয়ার কথা ছিল সুন্দরী ঝিলমের সঙ্গে। ঘটনাচক্রে তার বিয়ে হয় প্রিয়মের সঙ্গে।

Rudrajeet | newsfront.co

কেননা ঝিলম ভালোবাসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তুর্ণকে। ওদিকে সংকল্প হল শহরের অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানের মালকিন সালংকারার ছেলে। লড়াই হবে হাড্ডাহাড্ডি।

আরও পড়ুনঃ জানা গেল সময়

Rudrajeet Mukherjee | newsfront.co

স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় এই ধারাবাহিকে প্রিয়মের চরিত্রে ঐন্দ্রিলা বসু, ঝিলমের চরিত্রে শ্রাবণী ভুইয়াঁ, সংকল্পের চরিত্রে সায়ন কর্মকার, তুর্ণর চরিত্রে রুদ্রজিৎ মুখার্জি, সালংকারার চরিত্রে ইন্দ্রাণী দত্ত।
‘জীবন সাথী’ দেখুন ৫ অক্টোবর থেকে সোম থেকে শনি রাত ৮ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here