তপন কলেজে টি এম সি পি – অধ্যক্ষ বিরোধ চরমে

0
223

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুর:
দক্ষিন দিনাজপুরের তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে অর্থ তছরুপের অভিযোগ উঠলো কলেজের প্রিন্সিপাল ও পরিচালন কমিটির বিরুদ্ধে। খোদ কলেজের ছাত্র সংসদের তরফে এমন অভিযোগ তুলে ইউনিভার্সিটির রেজিস্ট্রার থেকে অতিরিক্ত জেলাশাসক ও বিডিওকে জানানো হয়েছে।করা হয়েছে লিখিত অভিযোগ। প্রশ্ন উঠেছে জিএসের বিরুদ্ধে কলেজ কতৃপক্ষের আনা অনাস্থা প্রস্তাব নিয়েও।এরকম বিতর্কের মধ্যেই শুক্রবার সেই কলেজেরই বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা।
জানা যায়, তপনের ওই কলেজের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কলেজ নির্বাচন এর মধ্য দিয়ে ওই পদের দায়ীত্বভার নেন। যাকে বেশ কিছু দিন আগে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কলেজ কতৃপক্ষের। সংসদ অফিসে কলেজ কতৃপক্ষের তরফে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালাও।

কলেজ কতৃপক্ষের দাবি অনুযায়ী ভেঙে দেওয়া হয়েছে ছাত্র সংসদ। যে সম্পর্কিত কাগজপত্রও ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে বলে দাবি কলেজ প্রিন্সিপালের। এধরনের অনাস্থা প্রক্রিয়া কলেজ কতৃপক্ষ কখনোই করতে পারে না বলে পালটা দাবি তোলা হয়েছে ছাত্র সংসদের তরফে।

নিয়ম বহির্ভূত ভাবে এধরনের পদক্ষেপ গ্রহন করে ছাত্র সংসদের টাকা তছরুপ করতে চাইছেন কলেজ প্রিন্সিপাল ও কলেজ পরিচালন কমিটির প্রশাসক বলে অভিযোগ তোলা হয়েছে ছাত্র সংসদের তরফে। শুধু তাই নয়, সংসদের গচ্ছিত ১ লক্ষ ৬৫ হাজার টাকা বার্ষিক অনুষ্ঠানের নাম করে নয়ছয় করতেই এই সব নিয়ম বহির্ভূত কাজ করছেন তারা বলে ছাত্র সংসদের তরফে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। নানা বিতর্কের মাঝে শুক্রবার প্রদীপ জ্বালিয়ে সেই কলেজের বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেন প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা। আর যার পরেই এই বিতর্ক আরো জোরালো হয়েছে।
ছাত্র সংসদের জি.এস. সাদ্দাম হোসেন বলেন, ভোটের মাধ্যমে তিনি জিএস হয়েছেন। ইচ্ছে করে নিয়ম বিরুদ্ধ অনাস্থা এনে আমাকে পদ থেকে সরিয়ে সংসদের টাকা তছরুপ করছেন প্রিন্সিপাল ও পরিচালন সমিতির প্রশাসক অমল কুমার রায়। ইতিমধ্যে ছাত্র সংসদের গচ্ছিত টাকা নয়ছয়ের প্রক্রিয়াও শুরু করেছে। এমন একটি পরিস্থিতিতে কলেজের ওই অনুষ্ঠানে মন্ত্রীর যাওয়া মোটেই শোভনীয় নয়।
তপন কলেজের প্রিন্সিপাল প্রনয় নাজিনারি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মতামত নিয়েই কলেজের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলাশাসক কৃত্তিবাস নায়েক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here