প্রমিতার জন্মদিনে রুদ্র’র সারপ্রাইজ

0
627

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি পুরুলিয়ার সাগর রাজ রিসর্টে আইনি বিয়ে এবং আংটি বদল সেরেছেন রুদ্রজিত ও প্রমিতা। সেদিক থেকে দেখতে গেলে বিয়ের অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলেছেন তাঁরা। ২০ ফেব্রুয়ারি প্রমিতার জন্মদিন।

Pramita Rudra | newsfront.co

আর সেই দিনটা কি যেমন তেমনভাবে কাটতে দিতে পারেন প্রমিতার কর্তামশাই? একেবারেই না। বেটার হাফের জন্য রুদ্র হাজির করলেন দারুণ চমক। বেলুন, মোমবাতি, গোলাপ, কেক আয়োজনে ঘাটতি রাখেননি রুদ্র।

Pramita Chakraborty | newsfront.co

প্রমিতা জানান- “নতুন জীবন শুরু করতে চলেছি। প্রতিবারের জন্মদিনটা যেমন স্পেশাল থাকে এবারের জন্মদিনটাও তেমনই স্পেশাল। কিন্তু এবার সারপ্রাইজটা একটু বেশিই অন্যরকম। রুদ্রর দেওয়া চমকে, চমকে উঠেছি আমি। এই অনুভূতি বোঝানোর নয়। অনুভবের।”

আরও পড়ুনঃ মহানায়কের বায়োপিকে সুচিত্রার চরিত্রে ঋতুপর্ণা

Pramita's birthday celebration | newsfront.co

এই বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়াতেই বিয়ে সারবেন তাঁরা। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে কাজ করাকালীন প্রেমের জোয়ারে ভাসেন দুজনে। জন্মদিনে প্রমিতার জন্য রইল শুভেচ্ছা। আর আগামীর আগাম শুভেচ্ছা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here