বন্ধু ভিকির সঙ্গে রুকমার অনন্য উদ্যোগ কমিউনিটি কিচেন, শামিল আরও দুজন

0
665

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বেশ অনেকদিন ধরেই অভিনেত্রী রুকমা রায়, অভিনেতা ভিকি বিক্রম ভট্টাচার্য্য এক অনন্য উদ্যোগে শামিল। ভাবনাটা অবশ্য ভিকি বিক্রমের। পরে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান উপল চৌধুরী এবং এলিজা ভৌমিক।
কারো জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেওয়া, কারো জন্য আবার হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেওয়া- এহেন কাজ অনেকদিন ধরেই নিঃশব্দে করে আসছেন তাঁরা।

rukma | newsfront.co
রুকমা রায়

এবার দায়িত্ব বাড়িয়ে নিলেন নিজেদের। চার বন্ধু এলিজা ভৌমিক, উপল চৌধুরি, ভিকি বিক্রম ভট্টাচার্য এবং রুকমা রায় চারজনে মিলে এই পরিস্থিতিতে অসহায় মানুষদের জন্য কমিউনিটি কিচেন খোলার সিদ্ধান্ত নিয়েছেন এবার।

elija bhowmick | newsfront.co
এলিজা ভৌমিক

আপাতত আগামী ৩০ দিনের জন্য যোধপুর পার্ক, বিজয়গর, গল্ফ গ্রীন, বাঘাযতীন, যাদবপুর, লর্ডস, টালিগঞ্জ, কুঁদঘাট, রাণীকুঠি, নেতাজিনগর, নাকতলা, গড়িয়া এলাকায় ‘সামওয়ান টু সামওয়ান’-এর খাবার পৌঁছে যাবে।তবে শুধু করোনা আক্রান্তদের জন্যই এই ব্যবস্থা করেননি তাঁরা। যারা বৃদ্ধ, রেঁধে খাওয়ার ক্ষমতা নেই, অসহায় তাদেরকেও খাবার পৌঁছে দেবে তাঁদের ‘সামওয়ান টু সামওয়ান’।

someone to someone | newsfront.co

viki bikram chatterjee | newsfront.co
ভিকি বিক্রম ভট্টাচার্য্য

শুধু ফেসবুক পেজে কমেন্ট অথবা মেসেজ করলেই হবে।একইসঙ্গে টেলি দর্শকের হার্টথ্রব মাম্পি অর্থাৎ রুকমা টলিউডের ক্যামেরার পিছনের অসংখ্য মানুষদের জন্যও এই ব্যবস্থা জারি রেখেছেন।এই লকডাউনের জেরে যারা কাজ হারিয়ে আর্থিক সংকটের মুখে তাঁদের পাশেও রুকমা ও তাঁর বন্ধুরা দাঁড়াবেন।

আরও পড়ুনঃ স্পেশাল চাইল্ডদের ভ্যাকসিনের ব্যবস্থা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাশে আছেন উডল্যান্ডের সিইও

আপাতত অল্প দিনের পরিকল্পনা মাথায় আছে তাঁদের। পরে উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রেখেছেন এই চার বন্ধু।’সামওয়ান টু সামওয়ান’-এর পেজ থেকে লাইভে এসে তাঁরা জানান, এই নন প্রফিট অর্গানাইজেশনে আরও কেউ যুক্ত হলে সেই কাজে আরও সুবিধা হয় বলেই মত তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here