বলিউডে নতুন প্রেমের গুঞ্জন

0
57

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাতাসে গুনগুন এসেছে ফাগুন… গানটা যেন ‘চুপি চুপি’ ভালোবাসার মজাকে আরও চাঙ্গা করে। আর এরপর যদি সেই গুনগুন গুঞ্জনের চৌকাঠ পেরোয় তা হলে তো আর কথাই নেই।…

Vicky Kaushal Katrina Kaif | newsfront.co
ছবি: সংগৃহীত

বলিউডের নতুন গুঞ্জন- ক্যাটরিনা কাইফ আর আর ভিকি কৌশল নাকি প্রেমে ডুব দিয়েছেন। যদিও স্বীকার করতে নারাজ তাঁরা সবসময়েই। নিজেদেরকে ‘জাস্ট ফ্রেন্ডস’- সম্পর্কে বেঁধে রাখতে চান তাঁরা। সেটা তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এসব বলে কি আর গুঞ্জন রোখা যায়? এমনিতেই বেশিরভাগ মানুষ ঘরে বসে বসে মোবাইল নির্ভর হয়ে পড়েছে। ফলে কোনও ছবি নজরে এলেই নিজেদের মতো করে গল্প সাজাতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা আজ। এমনটাই ঘটেছে ক্যাট আর ভিকিকে ঘিরে। তাঁরাই গুঞ্জনের আগুনে ঢেলেছেন ঘি। কীরকম?

আরও পড়ুনঃ ঋতাভরী অভিনীত ছবি ‘ব্রোকেন ফ্রেমস’-এর ভূয়সী প্রশংসা করলেন হৃত্বিক রোশন

সূত্রের খবর, আজকাল নাকি উইকেন্ড কাটাতে ক্যাটরিনার ফ্ল্যাটে হাজির হন ভিকি কৌশল। তাও আবার রাতবিরেতে! যাঁরা ভিকি কৌশলের আসা-যাওয়া স্বচক্ষে দেখেছেন, তাঁরাই জানিয়েছেন শুক্রবার এলেই রাত ৯ টা নাগাদ ভিকি হাজির হন ক্যাটরিনার কমপ্লেক্সে। কালো রঙের বড় গাড়ি চালিয়ে তিনি ঢুকে পড়েন ক্যাটরিনার ফ্ল্যাটের নিচে। ভিকির গাড়ির আওয়াজ পেলেই নাকি ক্যাটরিনা নিজের ঘর থেকে বেরিয়ে আসেন। নিন্দুকরা বলছেন, প্রায় ঘণ্টা চারেক একসঙ্গে সময় কাটানোর পর নাকি ভিকি বেরিয়ে যাচ্ছেন ক্যাটের বাড়ি থেকে।

আরও পড়ুনঃ শুরু হল ‘X=PREM’- এর শুটিং, নিউ নর্মাল আবহে হয়ে গেল শুভ মহরত

এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি ক্যাট বা ভিকি কেউই। কারণ তাঁরা যে ‘জাস্ট ফ্রেন্ডস’। তবে, গুঞ্জনের সত্যতা যাচাই হবে তাঁদের স্বীকারোক্তি পেলে। এ প্রসঙ্গে আরও একটা কথা বাতাসে গুনগুন করছে, হতে পারে এহেন গুঞ্জন তাঁদের আগামী ছবির প্রোমোশনের স্বার্থে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here