নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মঙ্গলবার দুপুরে লকডাউনের মাঝেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয় রায়গঞ্জে। কিন্তু এরমধ্যেই ভরদুপুরে ট্রেনের হর্নের শব্দে চমকে উঠলেন শহরবাসী ।

করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ ট্রেন-বাস। ভিনরাজ্য থেকে শ্রমিকদের নিয়ে এরাজ্যে আসছে কিছু বিশেষ ট্রেন। হঠাৎ রায়গঞ্জ ষ্টেশনে যাত্রীবাহী ট্রেন ঢুকতেই কৌতূহল ছড়ায় মানুষের মধ্যে। দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ ট্রেনটি ঢোকে রায়গঞ্জ ষ্টেশনে। ওই ট্রেনে নাকি পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরল এমন গুজব চাউড় হতে শুরু করে।
আরও পড়ুনঃ ডালখোলায় ফল বিক্রেতাদের লালারসের নমুনা সংগ্রহ
তবে এদিন রেলওয়ে সুত্রে জানা গেছে, উত্তর পুর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের কাটিহার ষ্টেশনে লকডাউনের কারনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একাধিক ট্রেন। কিন্তু দু-একদিনের মধ্যেই ভিনরাজ্য থেকে কাটিহার, উত্তর দিনাজপুরের এবং পারিপার্শ্বিক এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরতে চলেছে শ্রমিক স্পেশাল ট্রেন। সেকারণে আরপিএফদের স্থানান্তকরন করা হচ্ছে। ওই ট্রেনগুলিকে রীতিমত স্যানিটাইজ করার পরই পাঠানো হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584