নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শুধুই গুজব। আর তার জেরেই কয়েক লাখ টাকার ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা। ডালখোলার ১০ জন ফল ব্যবসায়ীর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তি ফিরেছে শহরে। তবে করোনা নিয়ে গুজব ছড়ানোর ফলে ডালখোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ফল ব্যবসায়ীরা।
সম্প্রতি সেখানে গুজব ছড়ায় যে ফল বহনের গাড়িতে করেই করোনা আক্রান্ত রোগীকে নিয়ে আসা হয়েছিল। এই গুজবের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। দোকানে ক্রেতাদের আনাগোনা বন্ধ হয়ে যায়। বিক্রি না হওয়ার ফলে প্রচুর ফল পচে গিয়ে নষ্টও হয়ে যায়। এর ফলে ডালখোলার ব্যবসায়ীদের প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আরও পড়ুনঃ ফেক নিউজ ছড়িয়ে পশ্চিম মেদিনীপুরে ধৃত ৮
বিহারের পূর্ণিয়া হয়ে ডালখোলা শহরের ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ফল পৌঁছোয়। সম্প্রতি এলাকায় একটি গুজব ছড়িয়ে পরে যে দিল্লি থেকে একটি ফলের গাড়ি পূর্ণিয়াতে এসেছিল, ওই গাড়িতে করোনা সংক্রামিত রোগী ছিলেন। যদিও এই বিষয়ে প্রশাসনিক কোনও তথ্য নেই। কিন্তু স্রেফ গুজবেই এলাকায় ফলের দোকানে ক্রেতা কমে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584