শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ ধাম রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরির কাজ শুরু হতে চলেছে।রেল দফতর থেকে ইতিমধ্যে সিঁড়ি তৈরির যন্ত্রাংশ চলে এসেছে এবং ইট-পাথর বালি পড়ে গিয়েছে।রেল সূত্রে খবর সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছে।
কাজ জোরকদমে শুরুও হয়ে গিয়েছে।চৈতন্য জন্মভূমি মন্দিরময় নবদ্বীপে প্রতিদিন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীদের ভিড় হয়।এই কারণে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন।
দীর্ঘদিন আগে থেকেই চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম রেল স্টেশনকে মডেল স্টেশন করার কথা ঘোষণা হয়েছিল।কিন্তু নানাবিধ কারণে কাজ শুরু হয়নি।সাম্প্রতিককালে দেখা যাচ্ছে নবদ্বীপ ধাম রেল স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে।শেড তৈরি থেকে শুরু করে পানীয় জলের উন্নতিকরন পর্যাপ্ত আলোর ব্যবস্থা প্রভৃতি কাজ চোখে পরছে।
বৃহস্পতিবার নবদ্বীপ ধাম রেল স্টেশন চত্বরে গিয়ে দেখা গেল রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বড় রাস্তা থেকে ওভার ব্রিজের সিঁড়ি তৈরির সরঞ্জাম পড়ে গিয়েছে।রেলস্টেশনের স্টেশন ম্যানেজার এস এল সরকার জানিয়েছেন যে কাজ শুরুর পথে।
নবদ্বীপ ধাম রেল স্টেশনে রয়েছে চারটি প্ল্যাটফর্ম।একটিমাত্র ওভারব্রিজ।বয়স্ক ব্যক্তিদের ২,৩,৪ নম্বর প্লাটফর্মে যেতে ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়তে হয়।ওভারব্রিজ ছাড়া সম্ভব নয়।তাই বয়স্ক ব্যক্তিদের সব সময় একটা আতঙ্ক থাকে তারা কিভাবে ট্রেন ধরবেন।
রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরির খবরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।কারণ চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ।প্রতিদিন মহাপ্রভুর আদর্শে তার কর্মময় পদ্ধতি জানতে দেশ-বিদেশ থেকে হাজার হাওয়া বইতে শুরু করেছে।রাস্তা থেকে কোন ধাপ না পেরিয়ে সরাসরি এস্কেলেটরে চড়ে প্লাটফর্মে প্রবেশ করা সম্ভব হবে এবার।
আরও পড়ুনঃ নিম্নমানের ইমারতি দ্রব্যের অভিযোগে বন্ধ রাস্তার কাজ
রেল সূত্রে আরো জানা গেছে চলমান ঐ সিঁড়ি লম্বায় হবে ২৩ মিটার এবং উচ্চতা হবে ৬ মিটার।ছ’মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন রেল কর্তৃপক্ষ।তবে নবদ্বীপ ধাম রেল স্টেশনকে একটি অত্যাধুনিক মডেল রেল স্টেশন করা উচিত দীর্ঘদিন ধরে এই দাবি শহরবাসী এবং যাত্রীসাধারণের।
তবে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এখনো এই রেল স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই,নেই শৌচাগারের ব্যবস্থা তাই অনেকেই নানান ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। পাশাপাশি নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে হাওড়া এবং ব্যান্ডেল পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালু করার দাবিও উঠেছে এলাকাবাসীর কাছ থেকে।
যেভাবে যাত্রী সংখ্যা বেড়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রেনগুলোতে ব্যাপক ভিড় থাকে ফলে চরম সমস্যার মধ্যে পড়ে থাকেন যাত্রীসাধারণ।যদিও রেল দফতর সূত্রে জানা গিয়েছে যে বিষয়টি ভাবনার মধ্যে রয়েছে।
তাই কবে নাগাদ নবদ্বীপ ধাম রেলস্টেশনে চলমান সিঁড়িতে যাত্রীরা যাতায়াত করতে পারবেন তারই অপেক্ষায় যাত্রীসাধারণ ও চৈতন্য ভূমির বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584