নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা পরীক্ষার ভ্রাম্যমান ভ্যান চালু হল আলিপুরদুয়ারে। জেলায় মোট পাঁচটি ভ্যান চালু হয়েছে। এই ভ্যানগুলো প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে লালারস সংগ্রহ করবে। প্রতিদিন একটি ভ্যান গড়ে ১০০ মানুষের লালারস সংগ্রহ করতে পারবে। পরে সেই লালারসের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য পাঠাবে জেলা স্বাস্থ্য দফতর। প্রচুর মানুষের কোভিড-১৯ পরীক্ষার জন্য এই ব্যাবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।
জানা গিয়েছে, একটি ভ্যানে চালক সহ মোট ৩ জন স্বাস্থ্য কর্মী থাকবেন। তিনজনই পিপিই কিট সহ অন্যান্য সতর্কতা নিয়ে গাড়িতে থাকবেন। চালক ছাড়াও একজন স্বাস্থ্যকর্মী ভ্যানের ভেতরে থেকে লালারস সংগ্রহ করবেন। অন্য আরো একজন স্বাস্থ্য কর্মী বাইরে থেকে যে ব্যক্তির লালারস সংগ্রহ করা হবে তাকে সাহায্য করবেন। ভ্যানের বাইরের দিকে থাকা হাত বা অন্যান্য সামগ্রী প্রতিদিন স্যানিটাইজড করা হবে।
আরও পড়ুনঃ মালদহের হরিশ্চন্দ্রপুরে শুরু হলো লালারস সংগ্রহের কাজ
আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২, সুবর্ন গোস্বামি বলেন, “ এই ভ্যানগুলো জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের লালারস সংগ্রহ করবে। সেই লালারসের নমুনা কোভিড -১৯ পরীক্ষার জন্য পাঠানো হবে। জেলায় আরো বেশি সংখ্যক মানুষের কোভিড- ১৯ পরীক্ষার জন্য এই ব্যবস্থা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584