শ্যামল রায়,পূর্বস্থলীঃ
মঙ্গলবার প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা দিতেই প্রচার অভিযানে সামিল হলেন চিকিৎসকরা।
মূলত বর্ধমান জেলা জুড়ে চিকিৎসক মফিজুল হক এবং চন্দন যশ এদের নেতৃত্বে চলছে এই প্রচার। এদিন পূর্বস্থলী এলাকায় বেশ কিছু মানুষের মধ্যে এই সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রচার চালানো হয়।
আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামে গ্রামে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের
এদিনের অভিযানে উপস্থিত গ্রামীণ চিকিৎসক সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কোন কারন নেই। তবে নিজেদেরকে সচেতন থাকতে হবে । সর্দি-জ্বর কাশিতে ভোগা রোগীদের জন্য দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে।
এছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে আলাদা ক্লিনিক খোলা হয়েছে সেখানে গিয়ে চিকিৎসা করাতে হবে ।করোনা নিয়ে সতর্ক থাকতেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত চক্রবর্তী । তিনি জোর দিয়ে বলেছেন করোনা নিয়ে আতঙ্কিত হবার কোন কারন নেই।
তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলা সহ নদিয়া এবং বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস নিয়ে তাদের গ্রামগঞ্জের চিকিৎসকরা এবং সংগঠনের তরফ থেকে প্রচার অভিযান শুরু করেছে।
সকলকে সচেতন থাকবার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং হাত ধুয়ে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের তরফ থেকে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরনও করা হয়।
পূর্ব বর্ধমান জেলার কালনা ও মহাকুমার বিভিন্ন গ্রামের বহু মানুষ নানা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। অনেক সময় অনেকেই বাড়ি ফিরে এসেছেন। তাদের উপরেও সতর্ক এবং নজর রাখা দরকার বলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথাও জানান তাঁরা।
এছাড়া এক জায়গাতে কোনরকম জমায়েত না হয় সেদিকে সকলকে নজর রাখতে বলা হয়েছে। এদিনের যৌথ বিবৃতিতে রয়েছেন হান্নান হালদার মোঃ শফিউল্লাহ, হুমায়ুন কবির, সৌমিক সরকার, সুবেশ বড়াল, রেবতীরমণ খান, সুবাস বিশ্বাস ও নাসরিন বেগম, মানিক ভট্টাচার্য সহ সংগঠনের নেতা নেত্রীরা। গ্রামীণ সংগঠনের তরফে গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে চলছে মাছ বিতরণসহ সচেতনতা সম্পর্কে প্রচার অভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584