ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা মস্কোর, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হল অভিযোগ মেটা-র

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটেনে সমস্ত রাশিয়ার সংবাদমাধ্যমের পেজ ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে সরিয়ে দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। এবার পাল্টা চালে রাশিয়াতে ফেসবুক ও টুইটারে নিষেধাজ্ঞা জারি করলো মস্কো।

Facebook
ছবিঃ দ্য গার্ডিয়ান

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাজর সূত্রে জানানো হয়েছে যে, গোটা দেশেই আর ব্যবহার করা যাবে না ফেসবুক। একই নিষেধাজ্ঞা জারি হয়েছে টুইটারের ক্ষেত্রেও। এছাড়াও শুক্রবার একটি বিল পাস করে পুতিন সরকার যাতে বলা হয়েছে যুদ্ধ সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই দেখবে প্রশাসন। রস্কোমনাজর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২০ সাল থেকেই রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজগুলি অনৈতিকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই তালিকায় রয়েছে রাশিয়া টুডে-র মতো বিখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজও।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলের পোশাকে আর দেখা যাবে না ‘লাল নীল সবুজের মেলা’, সব ইউনিফর্ম হবে নীল-সাদা

রাশিয়ার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে মেটা-র বিদেশ বিষয়ক প্রধান নিক ক্লেগ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে পুতিন সরকার। শীঘ্রই আবার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা এমনটাই জানিয়েছেন ক্লেগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here