নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাশিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি তুলেছে ইউক্রেন। আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে দেখা করে অভিযোগ জানান যে, রুশ সেনা নাকি একটি ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করেছে ইউক্রেনের ওপর। যার ফল অত্যন্ত সাধারণ মানুষের ওপর অত্যন্ত ভয়াবহ।

উল্লেখ্য, সোমবারই বেলারুশে দীর্ঘ ৫ ঘণ্টার বৈঠক হয় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে। এরপরে দু’পক্ষই দ্বিতীয় দফার শান্তি আলোচনায় সম্মতিও জানিয়েছে বলেই রুশ সংবাদমাধ্যম স্পুটনিক সূত্রে খবর। তবে বৈঠক শেষ হওয়ার পরেই রাশিয়া ফের আক্রমণ চালায় বলে খবর। কিয়েভ ও খারকভে তুমুল মিসাইল ও গোলা বর্ষণ চলতে থাকে। এমন পরিস্থিতিতে ভয়ঙ্কর ‘ভ্যাকিউম বম্ব’ব্যবহারের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশ্ব জুড়ে।
যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, ভ্যাকিউম বম্ব আশপাশের বাতাস থেকে সমস্ত অক্সিজেন শুষে নেয়। এরপরেই ভয়াবহ বিস্ফোরণে তৈরি হয় বিরাট অগ্নিগোলক। বিস্ফোরণের জেরে প্রচণ্ড উত্তাপের সঙ্গে তৈরি হয় ভয়াবহ গতির শক ওয়েভ। যার তীব্রতা এতটাই যে বাড়িঘর থেকে মানুষ সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বিশেষজ্ঞদের একাংশের মতে, ওই বোমার বিধ্বংসী উত্তাপ ও শক ওয়েভ মানুষ বা যেকোন প্রানীকে মুহূর্তে বাষ্পে পরিণত করে।
আরও পড়ুনঃ “সেনাদের ব্যারাকে ফিরতে হবে”, রাশিয়াকে কড়া বার্তা রাষ্ট্রসংঘের ১১ তম জরুরী অধিবেশনে
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ নামের দুই মানবাধিকার সংগঠনের দাবি ইউক্রেনে নিষিদ্ধ ‘ক্লাস্টার বম্ব’ও ব্যবহার করছে রুশ সেনা। ইতিমধ্যেই ‘জেনেভা কনভেনশন’ অনুযায়ী ‘ওয়ার ক্রাইম’-এ অভিযুক্ত হয়েছে রাশিয়া। কারণ রুশ সেনা হামলা চালিয়েছে হাসপাতাল ও কিন্ডারগার্টেন স্কুল ও রেসিডেন্সিয়াল বিল্ডিং-এও। ‘জেনেভা কনভেনশন’ অনুযায়ী এগুলি সবকটিই ‘ওয়ার ক্রাইম’। তবে এই বিষয়গুলি সম্পর্কে এখনও মুখে কুলুপ আমেরিকার। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে ভ্যাকিউম বম্ব ব্যবহারের কোন খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে ৩৬ টি দেশের সাথে বিমান পরিষেবা নিষিদ্ধ করেছে রাশিয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584