রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি এবার ভদকা বিক্রিতেও নিষেধাজ্ঞা

0
78

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের পর আমেরিকা , ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলি মূলত অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেই রাশিয়ার বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বেশ কিছু বড় রাশিয়ান ব্যাংক-কে ‘সুইফট’ নেটওয়ার্ক থেকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

banned Russian Vodka
ছবি: টুইটার

এবার আমেরিকা ও কানাডার বেশ কিছু প্রদেশ রাশিয়ান ভদকা (Russian-Vodka) বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার তৈরি মদও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ান ভদকা সমগ্র পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়।মূলত রাশিয়া সারা বিশ্বে ভদকা রফতানি করে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ার প্রদেশের গভর্নর নির্দেশ দিয়েছেন রাশিয়ায় তৈরি ও রুশ ব্র্যান্ডের কোনও মদ সেখানকার কোনও মদের দোকানে বিক্রি করা যাবে না। ওহায়ো-র মদের দোকান গুলিতেও রাশিয়ান ভদকা কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কানাডার মদের দোকানগুলিও শেল্ফ থেকে রাশিয়ান ভদকা এবং রাশিয়াতে তৈরি যাবতীয় মদ সরিয়ে ফেলছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এক মদের দোকানের মালিক কিভাবে ভদকা ফেলে নষ্ট করে দিচ্ছেন তার একটি ভিডিও টুইট করেছেন এক টুইটার ব্যবহারকারী।

আরও পড়ুনঃ উপগ্রহ মারফৎ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে ইউক্রেনের পাশে এলন মাস্কের সংস্থা ‘স্টার লিংক’

অন্টারিওর মোট ৬৭৯ টি দোকান রাশিয়ার তৈরি ভদকা বিক্রি বন্ধ করেছে বলেই জানা গিয়েছে। কানাডার এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে ২০২১ সালে রাশিয়া থেকে মোটা ২৯ কোটি টাকার ভদকা আমদানি করা হয়েছিল। হুইস্কি ছাড়াও কানাডাতে রাশিয়ান ভদকার ব্যপক প্রচলন রয়েছে। রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেনও কমিয়ে দিচ্ছে আমেরিকা ও কানাডা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here