করোনা মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবিতে আন্দোলন

0
35

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সাধারণ মানুষকে বিপাকে ফেলে দেশের পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দুশ্চিন্তা বাড়িয়েছে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সঠিক নিয়ন্ত্রণ নিয়েও। এমন পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি, হাসপাতালগুলিতে অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা প্রদান সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল আরওয়াইএফ।

deputation | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার বিপ্লবী যুব ফ্রন্টের তরফে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই প্রশাসনের কাছে দাবি পত্র তুলে ধরা হয়। এদিন বালুরঘাট ও গঙ্গারামপুরে মহকুমা শাসকের হাতে দাবিপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। এছাড়া অন্যান্য ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ প্রশাসনের উদাসীনতায় করোনা নিয়ে আতঙ্কিত বাসিন্দারা

সংগঠনের দাবি, করোনা মোকাবেলায় অবিলম্বে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জনবহুল স্থানগুলোতে বাজার এবং হাটে প্রত্যহ স্যানিটাইজেশন করতে হবে। একইসাথে জেলার হাসপাতালগুলিতে অন্যান্য রোগীদের স্বাস্থ্য পরিষেবার দিকে গুরুত্ব দিতে হবে প্রশাসনকে। এছাড়াও বেকার যুবক-যুবতীদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, ভিন রাজ্য ফেরত শ্রমিকদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা সহ সমস্ত রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে সঙ্গে নিয়ে কমিটি করে একসাথে করার লড়াইয়ে নামার ডাক দেওয়া হয়েছে।

বিপ্লবী যুব ফ্রন্ট সংগঠনের তরফে সুপ্রিয় রায়, উৎপল বর্মনরা জানিয়েছেন, করোনা মোকাবেলায় প্রশাসনের ভূমিকা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্রতিটি ব্লকে ডেপুটেশন দিয়েছেন তাদের কর্মী সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here