নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সৈন্যদল প্রস্তুত। লড়াইয়ের ময়দানে হাজির হতে চলেছে ‘সারেগামাপা’র ফাইনালিস্ট-রা। রক্তিম, নীহারিকা, অমুষ্কা, অর্কদীপ,জ্যোতি নাকি বিদীপ্তা? কে পাবে সেরার শিরোপা? সঙ্গীতপ্রেমী দর্শকের কাছে এটাই এখন বড় প্রশ্ন।
দুটি রাউন্ডে নিজেদের সৌকর্য প্রমাণ করতে হবে প্রতিযোগীদের। প্রথম রাউন্ডে যে যার নিজের মতো গান গাইবেন একা। দ্বিতীয় রাউন্ডে প্রবাদপ্রতিম ভারতীয় পারকশনিস্ট শিল্পী শিবমণির সঙ্গে গান গাইতে হবে। আছে আরও অনেক চমক। অনেক গান, অনেক চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ হাতে থাকুক তিলোত্তমার ক্যালেন্ডার
আরও পড়ুনঃ কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘সূর্পণখার আগমন’, টিজার লঞ্চে বহুরূপী শিল্পীরা
অবশেষে জয়ের হাসি হাসবে কে? কে পরবে জয়ের মুকুট? জানার দিন আসন্ন।১৮ এপ্রিল সন্ধে ৭ টা থেকে শুরু হবে সুরের লড়াই। হাজির থাকবেন সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন, কেকে, শান। চোখ রাখুন জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584