ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
তাবলীগ জামাত প্রধান মওলানা সাদ খান্ডালভির উপর আরোপিত অডিও ক্লিপ ভুয়ো বলে প্রাথমিক তদন্তে অনুমান দিল্লি পুলিশের।
#ExpressFrontPage | The audio clip mentioned in the police FIR against Markaz Nizamuddin head Maulana Saad Kandhalvi, had suggested that he had asked Tablighi Jamaat members not to follow social distancing norms and prohibitory orders.https://t.co/0OaJji2VxX
— The Indian Express (@IndianExpress) May 9, 2020
লকডাউনের আগে দিল্লির নিজামুদ্দিনে তাবলীগ জামাতের জমায়েত নিয়ে দেশজুড়ে বিতর্ক বাধে। দিল্লি পুলিশের হাতে একটি অডিও ক্লিপ আসে। সেই অডিও ক্লিপে মাওলানা সাদের বলে অভিযোগ ওঠে। সেই অডিও ক্লিপে বলতে শোনা যায় সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব না মানতে। শুধু তাই নয় সেই অডিওতে লকডাউনের বিধিনিষেধ ভঙ্গেরও উৎসাহ দেওয়া হয়। সেই অডিও ক্লিপের এর উপর ভিত্তি করেইতা জামাত প্রধান মওলানা সাদ খান্ডালভির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:সুস্থ আছি, টুইটে জানালেন অমিত
কিন্তু তদন্ত এগোতেই দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা বুঝতে পারে অনেকগুলো অডিও ফাইলকে একত্রিত করে এই অডিওটি বানানো হয়েছে। যদিও তারা অডিওটি পুরোপুরি ভুয়ো- এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। তারা ইতিমধ্যে অডিও ক্লিপটিকে ফরেনসিক ল্যাবরেটরীতে পাঠিয়েছে পরীক্ষার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584