উজানের শারদ সন্ধ‍্যা

0
109

সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুরঃ

মনোগ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন বিদ‍্যাসাগর হলের দর্শকরা।ভারতীয় গণনাট্য সংঘ,পশ্চিমবঙ্গ -এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ‍্যে ও শারদোৎসব কে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উজান শাখার উদ্যোগে মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো শারদ-সন্ধ‍্যা।

একক ও সমবেত আবৃত্তি, নৃত্য , লোকসঙ্গীত ও দুটি নাটকের মাধ্যমে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উজান শাখার সম্পাদিকা বর্ণালী ঘোষ। অনুষ্ঠানের সূচনা করেন সংঘের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। মেদিনীপুর আবৃত্তি সংসদের পক্ষে অজন্তা রায়, কেয়া সেন ও অর্ণব বেরারা সমবেত আবৃত্তি পরিবেশন করেন ।একক আবৃত্তি করেন কৃষ্টি সংসদ শাখার শিল্পী বিশ্বজিৎ কুন্ডু। লোকসংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অলোক দত্ত। নৃত্য পরিবেশন করেন স্বর্ণলতা ঘোষ। উজান শাখার সদস্যরা দুটি নাটক মঞ্চস্থ করে। প্রথমটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘ভীমবধ’ ও শেষেরটি তপন তরফদারের ছোটগল্প অবলম্বনে ‘আশ্রয়’। নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ধর ও দেবাশিস পাত্র। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন রবীন্দ্রনাথ ধর। দুটি নাটকে সন্তোষ দত্ত,অভিজিৎ দে,অরিন্দম ঘোষ, অভিজিৎ পাল,দেবাশীষ‌ পাত্র,অমরকৃষ্ণ দাস,সুজিত সামন্ত,ভাস্কর কুমার রাউৎ,অলঙ্কার রাউৎ,সুশীলা দাসসহ অন‍্যান‍্য কুশীলবদের অভিনয় উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।আলো,তবলা, যন্ত্রসংগীত ও আবহসঙ্গীতে কৌশিক চক্রবর্তী,সনাতন ঘোষ, দেবাশীষ পাত্র, পাপিয়া ব‍্যানার্জীসহ অন‍্যান‍্যদের সহযোগিতায় অনুষ্ঠিনটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। গোটা অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন অর্ণব বেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here