রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ২০১৮’র সূচনা হল,আজ এবং আগামীকাল এই দুই ব্যাপী এই মেলা চলবে।আজকে এই মেলার উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রী সাধন পান্ডে।১০-১১ ডিসেম্বর দুই দিন ব্যাপী দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই মেলা।
স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্ত বিভাগ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ,বহরমপুর মহকুমা প্রশাসন এবং বহরমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলা।এই মেলার উদ্বোধন করে মেলা গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন উদ্বোধক মন্ত্রী সাধন পান্ডে এবং জেলা শাসক ডঃ পি উল্গানাথন।
এই মেলাতে বত্রিশটি স্টলে বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠীর নির্মিত পন্য বিক্রয় করা হচ্ছে।পাশাপাশি ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি ও খাদির স্টলও করা হয়।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দুই থেকে পাঁচ লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হয় প্রায় কুড়িজনের হাতে যাতে তারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে।এদের হাতে চেক তুলে দেন মন্ত্রী সাধন পান্ডে।শীতের আমেজে জমে উঠেছে এই মেলা।
আরও পড়ুন: সাঁতালি পুনমচন্দ মিত্তাল হাইস্কুলে ছাত্রাবাসের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584