পলতা রেলস্টেশন সংলগ্ন নবপল্লী সবুজ সংঘের পুজো

0
211

শ্যামল রায়,নদীয়াঃ

খারাপ আবহাওয়া তবুও পুজো কমিটির সদস্যরা বসে নেই সেই সাথে প্যান্ডেল শিল্পীরাও জোরকদমে শুরু করে দিয়েছেন পুজোর শেষ পর্বের কাজ।সময় আর বেশি নেই তাই মন্ডপ কে সাজিয়ে তোলা এখন প্রধান কাজ।প্রতিমার কাজ শেষ হয়ে গিয়েছে শুধু বাকি রয়েছে মন্ডপের সাজসজ্জা সাথে আলোকসজ্জা।
এই রকম দৃশ্য চোখে পড়ল ব্যারাকপুর মহাকুমার পলতার নবপল্লী সবুজ সংঘ ক্লাবের দুর্গা পুজো ঘিরে।ক্লাবের সভাপতি তাপস চট্টোপাধ্যায় এবং সম্পাদক চন্ডী সাহা প্রাক্তন কাউন্সিলার কাজল চনদ অন্যতম সদস্য উজ্জল চনদ প্রমূখ জানিয়েছেন যে এই ক্লাবের পুজো ঘিরে এলাকার বাসিন্দারা প্রবল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে শামিল হন।নবপল্লী সবুজ সংঘ সারা বছর ধরে নানাবিধ সামাজিক কর্মকান্ড করে থাকে সেই সাথে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবে সকল মানুষের আনন্দ দিতেই এই দুর্গাপুজো করা।

নিজস্ব চিত্র

৪১ বছর ধরে এই পূজাটি সুসম্পন্ন হচ্ছে।পুজো ঘিরে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সহ প্রসাদের ব্যবস্থা থাকে।প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।সভাপতি তাপস চট্টোপাধ্যায় জানালেন যে তিনি বয়স্ক ব্যক্তি হলেও ক্লাবের সদস্যদের আন্তরিক ভালোবাসায় উৎসাহ-উদ্দীপনায় তিনিও বাড়িতে বসে থাকতে পারেননি,পুজো কমিটিতে শামিল যেমন হয়েছেন পাশাপাশি সবুজ সংঘের নানাবিধ ও কর্মকাণ্ডের সারা বছর ধরেই যুক্ত থাকেন বলে জানিয়েছেন।নবপল্লী সবুজ সঙ্ঘের পুজো দেখতে এলাকার ইছাপুর এবং ব্যারাকপুর এর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা পুজো দেখতে ভিড় করেন।এই পুজো কমিটির উদ্যোগে দুর্গাপুজোর দেবী দুর্গার মূর্তি অসাধারণ হয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।দেবী দুর্গার মূর্তি প্রতিমা এতটা সুন্দর হয় যে সকলেই ছুটে আসেন দর্শন করতে।স্থানীয় বাসিন্দা তাপস চৌধুরী জানিয়েছেন যে এই পুজোয় প্রতিদিন সন্ধ্যায় উপচে পড়া ভিড় পুজো কমিটির সদস্য সদস্যাদের মধ্যে উৎসাহ যোগায়। তাই পুজো ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

আরও পড়ুনঃ কৃষ্ণের পাশেই শাক্ত মতে পূজিত হন দেবী দুর্গা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here