নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
দক্ষিণদাঁড়িতে এক দলীয় কর্মীর বাড়ি গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সেখানেই সব্যসাচীবাবু ও তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
সূত্রের খবর, সোমবার দুপুরে ভিআইপি রোড লাগোয়া উত্তর ২৪ পরগনার দক্ষিণদাড়িতে এক বিজেপি কর্মীর বাড়িতে যান সব্যসাচীবাবু। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি ও স্থানীয় এক নেতা। ওই বিজেপি কর্মীর বাড়িতে মাঝে মাঝেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এদিন সব্যসাচী দত্তর গাড়ি এলাকায় ঢুকতেই ‘সুজিত বসু জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন একদল তৃণমূলকর্মী।
এরপর ওই বিজেপির কর্মীর বাড়ি থেকে যখন সব্যসাচী বাবুরা বের হন তখনই তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতিরা। শারীরিক হেনস্থা করা হয় নিউ টাউনের বিধায়ক ও অন্যান্য বিজেপি নেতাকর্মীদের। আক্রান্ত হন সব্যসাচী দত্তর নিরাপত্তারক্ষীও। সব্যসাচী বাবুর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। কোনোমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি।
আরও পড়ুনঃ জ্বর কাশি নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে কেজরিওয়াল
এই ঘটনার নেপথ্যে সুজিত বসু রয়েছেন এমনটাই বলেন সব্যসাচী দত্ত। অন্যদিকে, দুষ্কৃতিদের দাবি, দক্ষিণদাঁড়িতে গুন্ডামি করতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। তাঁদের হেনস্থা করা হয়নি। উপরন্তু বিজেপি নেতা সব্যসাচী দত্তের নিরাপত্তারক্ষীরাই স্থানীয়দের ওপর চড়াও হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584