নিজস্ব সংবাদদাতা,নিউজ ফ্রন্ট ,ঝাড়গ্রাম:
উৎসব পরবর্তী দূষণ প্রতিরোধে সাফাই অভিযানে নামলো অবিভক্ত মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ।
আজ বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা ইয়ং ইলেভেনের পূজ মন্ডপ , তৎসংলগ্ন মাঠ, গিধনী স্পোর্টিং ক্লাবের পূজা মন্ডপ প্রাঙ্গন, জামবনী বিডিও অফিসের সম্মুখ ভাগ, গিধনী কমিউনিটি হল সংলগ্ন ময়দান, গিধনী স্পোর্টিং ক্লাব সংলগ্ন গিধনী রাস্তার দুপাশে সাফাই অভিযান চালালেন কুইজ কেন্দ্রের ২৫ জন সদস্য-সদস্যা। এই সাফাই অভিযানে সাহায্যের হাত বাড়ালেন বাছুরডোবা ইয়ং ইলেভেন ও গিধনী স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
পরিষ্কার করা হলো মাঠে পড়ে থাকা প্লাসটিক, থার্মোকল ও অন্যান্য আবর্জনা। মানুষকে সচেতন করতে চালানো হলো মাইক প্রচার। পথচলতি বহুমানুষ রাস্তায় যেতে যেতে পরখ করলেন সাফাই অভিযান, আবার কেউ ,কেউ সামিলও হলেন কেউ কেউ ।
কুইজ কেন্দ্রের এই প্রয়াসে খুশী গিধনী স্পোর্টিং ক্লাবের সম্পাদক সুমন প্রতিহার কুইজ কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি তিনি জানান তাঁরা আগামী দিনে দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করবেন। কুইজ কেন্দ্রের সদস্য মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন পড়িয়া জানান আগমী দিনে তাঁরা এই ধরণের কর্মসূচী অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পালন করবেন।
আজকের সাফাই অভিযানে যোগ দেন গিধনী এলোকেশী হাইস্কুলের প্রধান শিক্ষিকা দেবলীনা দাশ গুপ্ত পাল, মহিষাদল গার্লস কলেজের অধ্যাপক অমল মাইতি,শিক্ষক অরিন্দম দাশ, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মনিকাঞ্চন রায়, সুভাষ জানা, অরুণাংশু শেখর পড়িয়া, অলক গাঁতাইত , সেলিম মল্লিক,বিশ্বজিৎ কর্মকার প্রমুখ । উল্লেখ্য গান্ধী জয়ন্তীর দিন মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয়েছিল ।সংস্থার পক্ষে অরিন্দম দাশ ও সুদীপ খাঁড়া জানান ঝাড়গ্রাম জেলা ও অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর বাংলার গর্ব একে দূষনের হাত থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584