নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারত ফার্স্ট বোলিং খেলতে পারে তিনি প্রথম চোখে আঙ্গুল দিয়ে বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিয়েছিলেন। হেলমেট ছাড়া চার জন জোরে বোলারকে খেলে করেছেন দশ হাজার রান। এরপরে অনেকেই সেই শৃঙ্গতে উঠলেও সুনীল গাভাসকারকে কেউ ধরতে পারে নি। সে কারণে ভারতীয় ক্রিকেটের সানি ডে অর্থাৎ তাঁর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তাঁকে দেখে ক্রিকেট খেলা আর এক মুম্বাইকার সচিন রমেশ তেণ্ডুলকার।
সচিন টুইট করে লেখেন, ‘১৯৮৭ সালে গাভাসকার স্যারের সঙ্গে দেখা হওয়ার প্রথম সুযোগ হয় তখনো বুঝিনি কি দিন ছিল সেটা! ১৩ বছর বয়স তখন বুঝতে পারিনি আমার অনুপ্রেরণার সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি। স্যার আপনার ৭১তম জন্মদিনে শুভেচ্ছা। সুস্থ থাকুন ভালো থাকুন।‘
টুইট করে শুভেচ্ছা জানায় বিসিসিআইও, ‘বিশ্ব কাপ জয় করা ব্যাটসম্যান। প্রথম দশ হাজার রান করা ব্যাটসম্যান। অভিষেক টেস্ট সিরিজতে সব চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে শুভেচ্ছা।’
আরও পড়ুনঃ ‘মনে হচ্ছে মোহনবাগানে ফিরলাম’ নিউজফ্রন্টকে জানালেন আইলীগ জেতানো কোচ সঞ্জয় সেন
আইসিসি টুইট করে লেখে, ‘প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার টেস্ট রান। প্রথম ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে তিনবার দুই ইনিংস সেঞ্চুরি করেছেন। ২০০৫ সাল অবধি সব থেকে বেশি সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে তার ছিল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ক্যাচ নেন শুভেচ্ছা।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584