নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
নতুন বছরকে নানান ভাবে স্বাগত জানিয়েছে অনেকেই। কেউ বাজি ফাটিয়ে। কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করে । এবার ২০২১কে এক অভিনব উদ্যোগে স্বাগত জানাল বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত।
আজ সকাল ১১ টার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবাঁধে আয়জন করা হয় এই অভিনব উদ্যোগের। তিনি মাত্র ৬০ মিনিটে ২০২১ বার লালবাধেঁর জলে ডুব দিয়ে নতুন বর্ষক স্বাগত জানায়।
আনন্দ ও উন্মাদনায় ফেটে পড়ে লালবাঁধের পাড়ে উপস্থিত থাকা বিষ্ণুপুরের বাসিন্দা থেকে পর্যটক সকলেই। ২০২১ বার ডুব দিয়ে উঠে আসার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে ।
২০২১ বার ডুব দিয়ে জলথেকে উঠে আসার পর কাঁপতে কাঁপতে সদানন্দ সংবাদ মাধ্যমকে জানায়, “ডুব দিয়ে আগামি দিনে বিশ্বরেকর্ড করতে চাই।”
আরও পড়ুনঃ নতুন বছরে নবদ্বীপে নব সাজে সজ্জিত গৌরাঙ্গ মহাপ্রভু
বিষ্ণুপুরে আসা এক পর্যটক বলেন , “বিষ্ণুপুর এসে এটা একটা নতুন পাওনা পেলাম এর আগে কোনো দিন এই ধরণের উদ্যোগ চোখে পড়েনি সত্যি এই ভাবে নতুন উদ্যোগে নতুন বছর কে স্বাগত জানানোর প্রক্রিয়া বেশ অভিনব ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584