মাথাভাঙ্গায় বিএসএফের বড় সাফল্য, আটক ২ গরু পাচারকারী

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

বছরের শেষদিনে সীমানার পার থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে শিতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের পাঠানতুলিতে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং অপরাধীদের হেফাজতে নেয়।

smugglers arrested | newsfront.co
নিজস্ব চিত্র

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গেছে, এদিন আটক করা পাচারকারীরা হল মিরাজ মিঞা (২১) এবং আসিদুল মিঞা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শীতের কুয়াশার সুযোগ নিয়ে ৫ পাচারকারী ভারত-বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ থেকে ভারতে বেশ কিছু গরু পাচার করছিল। কিন্তু সেই সময় তারা কিছু বিএসএফ জওয়ানের নজরে পড়ে যায়।

আরও পড়ুনঃ বছরের শুরুতেই উত্তেজনা দিনহাটার ভেটাগুড়িতে, বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এরপরই তাঁদের মধ্যে থেকে দুই পাচারকারীকে বিএসএফ জওয়ানরা গ্রেফতার করতে গেলে, পালিয়ে যাওয়া তাঁদের এক সঙ্গী বিএসএফদের লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু সেই গুলিতে আসিদুল মিঞা আহত হন। অবশেষে আটক করা ২ অপরাধীকেই হেফাজতে নেয় বিএসএফ। এছাড়া এদিন তারা ৩ টি গরুও উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত আসিদুল মিঞার বুকে গুলিটি লাগায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। এছাড়া অপর পাচারকারী মিরাজ মিঞা বিএসএফ এর হেফাজতে আছে। এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ এবং তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। এই ঘটনার জেড়ে গোটা এলাকা উদ্বেগের মধ্যে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here