মুনিরুল তারেক, বাংলাদেশঃ
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খুলনা জেলার খালিশপুরের নিজ বাড়িতে আইসোলেশনে থেকে তিনি করোনার চিকিৎসা নিচ্ছেন। সিনেমার নায়িকাদের মধ্যে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন।

পপির পরিবার সাংবাদিকদের জানিয়েছে, কিছু দিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। তিন দিন আগে করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজেটিভ আসে।
বর্তমানে তার জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। তবে এখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। আগামী সপ্তাহে তিনি পুনরায় পরীক্ষা করাবেন।
আরও পড়ুনঃ করোনার জেরে এবার বাতিল নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান
জানা গেছে, বাংলাদেশে করোনার প্রদুর্ভাব শুরু হওয়ার আগে থেকেই পপি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন সহায়তাও করেছেন। পরিবারের ধারণা, ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়েই করোনায় সংক্রমিত হয়েছেন পপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584