সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
সরকারি নিয়ম অনুসারে প্রতি তিন বছর অন্তর নতুন ভাবে পরিচালনা কমিটি গঠন করা হয় ,কিন্তু করোনা মহামারীর কারণে নতুন কমিটি গঠন স্থগিত ছিল। করোনা মহামারী কাটতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলেছে এবং পঠন পাঠন শুরু হয়েছে স্বাভাবিকভাবে।
তার পরে যে সমস্ত স্কুলের পরিচালনা কমিটি গঠন স্থগিত ছিল সেইসব স্কুলের নতুন পরিচালন কমিটি গঠন করা হলো শুক্রবার। শিক্ষা দপ্তরের তরফে চিঠির মাধ্যমে সভাপতি সহ অন্যান্য সদস্যদের নামের তালিকা স্কুলের কাছে আসে। আজ স্কুলে প্রধান শিক্ষক খন্দকার গোলাম মুর্তজার উপস্থিতিতে সমস্ত পরিচালন কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয় নতুন সভাপতি ফিরোজ আহমেদ -এর হাতে।
আরও পড়ুনঃ বি সি এম ইন্টারন্যাশানাল স্কুলের উদ্যোগে বসুন্ধরা দিবস পালন
এদিন দীর্ঘ সময় স্কুলের অতীত বর্তমান নিয়ে আলোচন হয় এবং স্কুলের পঠন পাঠানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন নতুন কমিটির সভাপতি থেকে সদস্য গণ।এদিন উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তথা পরিচালন সমিতির সম্পাদক খন্দকার গোলাম মুর্তজা। পরিচালন সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, শিক্ষানুরাগী প্রতিনিধি গোলাম মুস্তাফা ও বিপ্লব ঘোষ,অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছেন সেলিম আক্তার বাপ্পা,চিকিৎসক প্রতিনিধি উজ্জ্বল, তিনজন শিক্ষক প্রতিনিধি ও এক জন সহ শিক্ষক প্রতিনিধি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584