গাইসাল রেল দুর্ঘটনার দুর্বিষহ স্মৃতি আজও অমলিন

0
366

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম গাইসাল রেল দুর্ঘটনার পেরিয়ে গেছে প্রায় একুশ বছর। কিন্তু সাধারণ মানুষের মন থেকে আজও যায়নি সেই ভয়াবহ আতঙ্ক। সেই আতঙ্ক এখনও তাড়া করে বেড়ায় ইসলামপুর কিষানগঞ্জের মাঝে ছোট্ট ও প্রান্তিক স্টেশন গাইসালের লোকেদের ।

train | newsfront.co
র্ঘটনার সেই ভয়াবহ চিত্র। ফাইল চিত্র

যাকে মানুষ অভিশপ্ত গাইসাল বলেই চেনেন এবং জানেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ছোট্ট রেল ষ্টেশন, সেখানেই ঘটে গিয়েছিল ভয়াবহ রেল দুর্ঘটনা ৷ প্রায় একুশ বছর আগে ২রা আগস্ট সেখানে অবধ অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় কয়েক শো ট্রেন যাত্রীর। সে ইতিহাস আজও ভুলতে পারেনি ইসলামপুর মহকুমার মানুষ। ঘটনার এক দশক পরও ভূতের আতঙ্ক রীতিমতো তাড়া করে বেরিয়েছে এলাকার বাসিন্দাদের।

deadbody | newsfront.co
সেদিনের মৃত্যুর মিছিল। ফাইল চিত্র

এরপরই ওই প্রান্তিক স্টেশনের নাম হয়ে যায় অভিশপ্ত গাইসাল। সেদিনের প্রত্যক্ষ সাক্ষীর মধ্যে অনেকেই এখনও সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন। তাঁরা এখনও চোখ বুঝলেই দেখতে পান সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ, পাশাপাশি চারিদিকে ছড়িয়ে রয়েছে অজস্র মানুষের শরীরের অংশ, এর মুখোমুখি হয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ ইংরেজবাজারে সদ্যজাতর দেহ উদ্ধার

এই দুর্ঘটনার দায় মেনে নিয়ে তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার গাইসালে দাঁড়িয়েই মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন। এখনও দুর্ঘটনার বহু বছর পরেও, যাদের এই ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁদের পরিবারের লোকজন ছুটে আসেন স্মৃতিচারণার উদ্দেশ্যে।

এই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যতদিন বেঁচে থাকবেন ততদিন ভুলতে পারবেন না অনেকেই। বিশেষ করে গভীর রাতে অবোধ অসম ও ব্রহ্মপুত্র মেল এই দুটি ট্রেনের সংঘর্ষে তীব্র আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসেছিলেন। তাদের মধ্যে এখনও এই বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকে। পৃথিবীর অন্য কোথাও এত বড় ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। তার জন্যই এখনও প্রার্থনা করেন এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here