নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার পরিচালনায় বাগমারা হাই স্কুলের সহযোগিতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর প্রচার করেন স্কুলের ছাত্রছাত্রীদের কে সঙ্গে নিয়ে। আজ প্রায় ৭ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন স্কুলের ছাত্রছাত্রী ও জলঙ্গী থানার পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়াররাও।
এ দিন মাইকিং করে বাইক চালকদের সচেতনা করা হয়। বাইক চালানোর সময় অন্য যানকে ওভারটেক না করা, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র রাখা, হেলমেট ব্যবহার করা এগুলি প্রধান দায়িত্বের মধ্যেই পড়ে। এ দিন এই কর্মসূচিতে অনেকেই খুশি হন। তাঁরা জানান, জলঙ্গী পুলিশ সবসময় মানুষের পাশে আছেন। বাগমারা হাই স্কুলের শিক্ষকগণকেও ধন্যবাদ জানান এলাকাবাসী। সরকারের সচেতনতা প্রচারের কর্মসূচি না হলে, অনেকেই হয়তো রাস্তায় বাইক চালানোর প্রয়োজনীয় দায়িত্বগুলি এড়িয়ে যেতেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584