রাজু আনসারী, মুর্শিদাবাদঃ
সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা-মুর্শিদাবাদ সীমান্তে ফরাক্কা প্রবেশ করার মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে নাকাচেকিং পয়েন্টে এই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়।

এইদিন ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে নাকাচেকিং পয়েন্ট থেকে একটি ট্যাবলো উদ্বোধন, বাইক র্যালী এবং গম্ভীরা গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন ও বেশ কিছুজনকে হেলমেট বিতরণ করে সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ পরীক্ষা চলাকালে মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে হামলা চালালো বজরং দলের নেতা কর্মীরা
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও অসীম খান, ফরাক্কার বিডিও জুনাইড আহমেদ, ফরাক্কার থানার আইসি দেবব্রত চক্রবর্তী, ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কার প্রাপ্তন বিধায়ক মইনুল হক, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হাবিব পারভেজ,পঞ্চায়েত সমিতি সভাপতি মন্টু ঘোষ সহ একাধিক বিশিষ্ট জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584