নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
করোনা আবহে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বাইক র্যালি করল ঝাড়গ্রাম পুলিশ। পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর ও জেলাশাসক আয়েশা রানির উপস্থিতিতে এই র্যালির সূচনা হয়। ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার, ঝাড়গ্রামের এসডিপিও,আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সবুজ পতাকা নাড়িয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের উদ্বোধন করেন পুলিশ সুপার। ট্যাবলো ও সুসজ্জিত পুলিশের বাইক র্যালি ঝাড়গ্রাম জেলা পরিক্রমা করে। সাধারণ মানুষকে রাস্তায় যানবাহন চলাচল সম্পর্কে সচেতনতার বার্তাও দেয়।
রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং সাধারণ মানুষকে যানবাহন চলাচল সম্পর্কে সচেতন করতে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা চালু করেছিলেন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেই প্রকল্প আজ চার বছর পূর্ণ করল। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এক বর্নাঢ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।
আরও পড়ুনঃ নারদাকাণ্ডে ৯ তৃণমূল নেতা সহ ১১ জনকে নোটিশ ইডির, বাদ শোভন চট্টোপাধ্যায়
ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানি বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি চালু হওয়ার পর দেশের মধ্যে একটা ভাল জায়গায় পৌছে গেছে পশ্চিমবঙ্গ। ঝাড়গ্রাম জেলা পুলিশ বেশি করে অ্যাওয়ারনেশ প্রোগ্রাম করার ফলে পথ দূর্ঘটনা অনেক কমে গেছে।’
ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির ফলে আমরা অনেক প্রাণ বাঁচাতে পেরেছি।’ ঝাড়গ্রামবাসিকে ট্রাফিক আইন মেনে চলা ও হেলমেট পরার আবেদন জানালেন তিনি। সেইসঙ্গে বাডির বাইরে বেরোলে মুখে মাস্ক পরারও আবেদন জানালেন পুলিশ সুপার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584