নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেলদা থানার জোড়া গেড়িয়াতে, জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আয়োজিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
এই উপলক্ষে এদিন জোড়াগেড়িয়া ফাঁড়ি থেকে সাউরি বাজার পর্যন্ত একটি বাইক মিছিল সংঘটিত করা হয়। পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদেরকে দাঁড় করিয়ে গোলাপ ফুল দিয়ে ,হেলমেট পড়িয়ে সচেতন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
সেই সঙ্গে এদিন এলাকার দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়। এসব তুলে দেন জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি।
পথচলতি মানুষদেরকে এবং এলাকাবাসীদের সচেতন করতে এদিন মাইকিং করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে অঞ্জলি কুমার তেয়ারি বাবু বলেন, “হেলমেট শুধু একটি জীবনকে বাঁচায় না ।আপনার পরিবারকেও সুরক্ষিত রাখে।আইনের ভয়ে পুলিশের ভয়ে নয়। আপনার পরিবারের কথা ভেবে, আপনাদের মূল্যবান জীবনের কথা ভেবে প্রত্যেক পথচলতি বাইক আরোহীকে হেলমেট পরা উচিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584