নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার শুধু আর মুখে নয়, ছাপা কাগজে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে নামল বেলদা থানার পুলিশ-প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পরিচালনায় বেলদা থানার উদ্যোগে শুক্রবার আয়োজিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন বেলদা থানা থেকে বেলদা বাস স্ট্যান্ড পর্যন্ত উক্ত কর্মসূচির অংশ হিসাবে একটি প্রচার মিছিলের আয়োজন করা হয়।
বেলদা থানা পুলিশের সঙ্গে বেলদার সচেতন নাগরিকবৃন্দ ও বেলদা গঙ্গাধার অ্যাক্যাডেমি এবং বেলদা প্রভাতি গার্লসের ছাত্র-ছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করে।মিছিল শেষে পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদেরকে দাঁড় করিয়ে ছাপা কাগজে লেখা সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কিত হ্যান্ডবিল দিয়ে সচেতন করানো হয়। এছাড়াও এলাকাবাসীদের মধ্যে তা বিলি করা হয়। পথ নিরাপত্তা সম্পর্কে এর আগেও একাধিকবার কর্মসূচি গ্রহণ করতে দেখা গেছে বেলদার পুলিশ প্রশাসনকে। তবে বরাবরের মতো এবারে আর শুধু মুখে নয়, কাগজের ছাপা অক্ষরে হ্যান্ড বিল দিয়ে সচেতন করানো হয়।
বেলদা পুলিশ সূত্রে খবর, এতে মানুষ আরো বেশি সচেতন হবে বলে মনে করছেন তারা। তাছাড়া পুলিশের এই একাধিকবার সচেতনতা সত্বেও যারা আইন ভাঙবেন এরপরে আর সচেতনতা নয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন তেমনটাই সূত্রের খবর। পুলিশের বারবার সচেতনতা সেই সঙ্গে অভিনব উদ্যোগ কতটা মানুষকে সচেতন করতে পারে সেই দিকে তাকিয়ে এলাকাবাসীরাও। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীদেরকে সচেতন হতে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584