শ্যামল রায়,মন্তেশ্বরঃ
শনিবার মন্তেশ্বর থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো।এদিন সকাল থেকে এক বিশাল পদযাত্রা ফেস্টুনসহ পথযাত্রীদের সজাগ করার জন্য একটি মিছিল এলাকায় বের হয়।এই মিছিলে ছিলেন মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় রায় সহ বিশিষ্টজনেরা।
ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় রায় জানিয়েছেন যে এই মিছিলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।বাইক আরোহীদের কাছে অনুরোধ করা হচ্ছে হেলমেট পরুন কারণ হেলমেট পরলে অনেক দুর্ঘটনার হাত থেকে মাথাকে বাঁচানো যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে আমাদের এলাকার বহু পথ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা।
এর ফলে পথদুর্ঘটনা সংখ্যাও অনেক কমেছে কারণ যানবাহন চালকরা অনেকটাই সচেতন হয়েছেন।এদিন সেফ ড্রাইভ সেভ লাইফের পক্ষ থেকে যারা হেলমেট পড়েনি তাদেরকে একটি করে গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছে থানার পক্ষ থেকে এবং অনুরোধ করা হয়েছে যে হেলমেট পড়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি ট্রাফিক আইন মেনে চলা এবং যে কোনো দুর্ঘটনার হাত থেকে নিজেদের বিরত রাখার আবেদন রেখেছেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584