পাশে আছে ‘O2কু সবার’

0
82

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অতি অল্প খরচে অক্সিজেন সরবরাহের পাশাপাশি এবার ২৫টি বেড সমৃদ্ধ সেফ হোমের ব্যবস্থা করল সামাজিক উদ্যোগ ‘O2কু সবার’। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের তৎপরতায় সৃজিত মুখার্জি ও আবির চ্যাটার্জির প্রচেষ্টায় রাসবিহারী অ্যাভিনিউতে সোমবার উদ্বোধন হল সেফ হোমের।

srijit and abir | newsfront.co
ছবি সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক পেজ

srijit fb | newsfront.co

চিকিৎসক, নার্স থেকে শুরু করে ওষুধ সরবরাহ হচ্ছে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের তরফ থেকে।‘O2কু সবার’-এ সৃজিত, আবির ছাড়াও রয়েছেন প্রযোজক রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ এবং চৈতালি বিশ্বাস৷ এই দলের প্রচেষ্টাতেই ১০ টি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায়৷

beds | newsfront.co
ছবি সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক পেজ
safe home inauguration | newsfront.co
ছবি সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক পেজ

আরও পড়ুনঃ পথে পথে মেহতাব-দেবজ্যোতির ‘পথবন্ধু’, সাহায্য অসহায়দের

একইসঙ্গে ভ্রাম্যমাণ অক্সিজেন অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসহায় ব্যক্তিদের থেকে কোনও অর্থই চাওয়া হচ্ছে না অক্সিজেনের জন্য ৷ কিন্তু এই সংস্থার বিনীত আবেদন, যাঁদের সামর্থ আছে তাঁরা যেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁদের দিকে। ভবিষ্যতে জেলায় জেলায় পাড়ি দেবে ‘O2কু সবার’– আশাবাদী টিমের সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here