নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অতি অল্প খরচে অক্সিজেন সরবরাহের পাশাপাশি এবার ২৫টি বেড সমৃদ্ধ সেফ হোমের ব্যবস্থা করল সামাজিক উদ্যোগ ‘O2কু সবার’। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের তৎপরতায় সৃজিত মুখার্জি ও আবির চ্যাটার্জির প্রচেষ্টায় রাসবিহারী অ্যাভিনিউতে সোমবার উদ্বোধন হল সেফ হোমের।
চিকিৎসক, নার্স থেকে শুরু করে ওষুধ সরবরাহ হচ্ছে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের তরফ থেকে।‘O2কু সবার’-এ সৃজিত, আবির ছাড়াও রয়েছেন প্রযোজক রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ এবং চৈতালি বিশ্বাস৷ এই দলের প্রচেষ্টাতেই ১০ টি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায়৷
আরও পড়ুনঃ পথে পথে মেহতাব-দেবজ্যোতির ‘পথবন্ধু’, সাহায্য অসহায়দের
একইসঙ্গে ভ্রাম্যমাণ অক্সিজেন অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসহায় ব্যক্তিদের থেকে কোনও অর্থই চাওয়া হচ্ছে না অক্সিজেনের জন্য ৷ কিন্তু এই সংস্থার বিনীত আবেদন, যাঁদের সামর্থ আছে তাঁরা যেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁদের দিকে। ভবিষ্যতে জেলায় জেলায় পাড়ি দেবে ‘O2কু সবার’– আশাবাদী টিমের সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584